মেডিকেলের ফাইনাল প্রফের সময়সূচি অপরিবর্তিত, পরীক্ষা ৮ আগস্ট

করোনা

করোনা পরিস্থিতিতে দফায় দফায় স্থগিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। ঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী আজ শনিবার (৩১ জুলাই) দুপুরে বলেন, ‘ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী আট আগস্ট পরীক্ষা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আমরা ফাইনাল পরীক্ষা আয়োজনের সুযোগ পাচ্ছি।’

এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় পরীক্ষা আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মিটিংয়ে যুক্ত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাস্থ্য বিধিসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে পরীক্ষা নেবো, কিভাবে ভাইভা নেবো—তা নিয়ে আলোচনা চলছে।’

সময়সূচির পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এক পরীক্ষার পর আরেক পরীক্ষা গ্রহণের জন্য যথেষ্ট সময়ের বিরতি দেওয়ার ইচ্ছা ও পরিকল্পনা ছিল আমার। কিন্তু কোনো উপায় নাই। এভাবেই পরীক্ষা নিতে হবে। মন্ত্রণালয় ও ডিজি অফিস থেকে বলা হয়েছিল, সকালে এক পত্র বিকেলে আরেক পত্রের পরীক্ষা নিতে। সেই জায়গা থেকে পরের দিন নিয়ে আসা হয়েছে। এজন্য আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি বলেছি, সকাল-বিকাল পরীক্ষা দেওয়া অনেক দুরুহ বিষয়। তাই এক দিন বিরতি রাখা হয়েছে।’ 

করোনার পরিস্থিতিতে আসন্ন ইন্টার্ন সংকট সামাল দিতে কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা সম্পন্ন করতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘লিখিত পরীক্ষা দ্রুত শেষ করা গেলে মৌখিক পরীক্ষা নিয়ে কোনো উদ্বেগ থাকবে না। এটি ১৫ জন করে করে নেওয়া হবে। আর লিখিত পরীক্ষায় তো সব শিক্ষার্থী এক সঙ্গে যুক্ত হবে। চিকিৎসক তৈরিটাই এই মুহূর্তে কর্তৃপক্ষের মূল লক্ষ্য। কারণ আগামী ১০ আগস্ট থেকে অনেক মেডিকেল কলেজ ইন্টার্ন শূন্য হয়ে যাচ্ছে। সেসব কলেজ হয় তো নিজেদের ইন্টার্ন চিকিৎসকদের দুই মাসের বেতন দিয়ে এই ঘাটতি পূরণ করবেন। এটা দীর্ঘায়িত করা সম্ভব না।’

গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত ওই রুটিন অনুযায়ী, আগামী ৮ আগস্ট শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

আগামী ২১ আগস্ট ওপসি পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিত ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে জানানো হয়, প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

এর আগে গত ২৬ জুন করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হয়। এ নিয়ে চতুর্থ দফায় পিছিয়ে যায় স্বাস্থ্য সেবার সনদ গ্রহণের এ পরীক্ষা।