গার্মেন্টস খোলার ঘোষণা, ঝুঁকি নিয়ে রাতেই ফিরছেন শ্রমিকেরা

গার্মেন্টস
গার্মেন্টস খোলার ঘোষণা, ঝুঁকি নিয়ে রাতেই ফিরছেন শ্রমিকেরা

আগামী ১ আগস্ট থেকে শিল্পকারখানা খোলার ঘোষণা এসেছে। ঘোষণা শোনার পরেই গ্রাম থেকে ফেরা শুরু করেছেন শ্রমিকেরা। তবে গণপরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও সিএনজিতে রাতেই ঢাকা ও আশপাশের শিল্প-অঞ্চলে ফিরতে শুরু করেছেন তারা।

শুক্রবার (৩০ জুলাই) রাত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে বিভিন্ন উপায়ে শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে। বৃষ্টির মধ্যেও চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে ফিরছেন তারা। 

শাহেলা খাতুন দুপুর ১২টায় রওনা দিয়েছিলেন নওগাঁ থেকে, যাবেন আশুলিয়া। ট্রাক থেকে নেমে তিনি জানান, খুব কষ্ট করে আসতে হলো। দুপুরের দিকে রোদ ছিল, বিকেলে থেকে বৃষ্টি হওয়ায় ভিজে গিয়েছি। প্রতিষ্ঠান খোলা, গাড়িঘোড়া নাই তাই কষ্ট করে আসতে হলো।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকা থেকে মাইক্রোবাসে ৮০০ টাকা দিয়ে নামলেন চন্দ্রা। তিনি বলেন, মন্ডল গ্রুপে চাকরি করি। বিকেলে কারখানা খোলার ঘোষণা শোনার পরেই রওনা দিয়েছি, কারণ কাল থেকে রাস্তায় লোকজন বেশি হবে।