লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর
লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে চলমান লকডাউন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৩০ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম।

তিনি বলেন, আমরা আরও আগে লকডাউন বাড়ানোর সুপারিশ করেছি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় লকডাউন সম্পর্কে এখনো তাদের সিদ্ধান্তের কথা জানায়নি। আমরা এটা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

স্বাস্থ্যের ডিজি বলেন, সরকার যদি সবকিছু পুনরায় চালু করে তবে সংক্রমণ অবশ্যই বেড়ে যাবে। কারখানা খোলার চাপ রয়েছে। তবে সংক্রমণ বাড়লে আমরা রোগীদের হাসপাতালে স্থান দিতে পারব না।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দেশ কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে আরও ২৩৯ জন মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে। একই দিনে ১৫ হাজার ২৭১ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।