ছাত্র অধিকার পরিষদ কাউন্সিলের ভোট ১০ আগস্ট

নুর
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের লোগো

আগামী ১০ আগস্ট বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের ভোট অনুষ্ঠিত হবে। যদিও আজ শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কঠোর লকডাউন থাকায় সেটি পিছিয়ে ১০ আগস্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনটির যুগ্ম আহবায়ক আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ৫ আগস্ট পর্যন্ত সরকার কঠোর লকডাউন দিয়েছে। তাই পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জুলাই ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।

এতে আরও বলা হয়, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত বিবেচনায় নির্বাচনের তফসিল আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৩ আগস্ট।