সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় বসছে আইপিএলের আসর, সূচি প্রকাশ

সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় বসছে আইপিএলের আসর
সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় বসছে আইপিএলের আসর

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৪ মে মাঝপথে স্থগিত হয় আইপিএল। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর দুবাইয়ে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দ্বিতীয় পর্ব।

এর আগে, ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৪ মে মাঝপথে স্থগিত হয় আইপিএল। রবিবার ভারতীয় ক্রিকেট দ্বিতীয় দফার আইপিএলের সূচি ঘোষণা করে।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচের আয়োজন নির্ধারণ করা হয়েছে। শারজা, আবু ধাবি ও দুবাই এই তিন শহরে ম্যাচগুলো আয়োজিত হবে।

এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় দফায় আয়োজিত হবে ৩১টি ম্যাচ।

এর মধ্যে ১৩টি ম্যাচ দুবাইতে আয়োজন করা হবে। ফাইনাল নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর। গত বছর আইপিএলে পুরো আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল।

আইপিএলের সূচি