বাণিজ্যিক কোচিং সেন্টার নিষিদ্ধ করল চীন

কোচিং
চীনের শিক্ষার্থী

এখন থেকে চীনে বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে ওঠা সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থীদের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই কোচিং সেন্টারগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া নিউজ জানিয়েছে, চীনের স্কুলে শিক্ষা কার্যক্রমে যে বিষয়গুলো মূল বা আবশ্যিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, সেসব বিষয়ে পড়াশোনা স্কুলের বাইতে অন্যবকোনো বাণিজ্যিক সংস্থায় করতে পারবে না শিক্ষার্থীরা। বাণিজ্যিক কোচিং সেন্টারে বিনিয়োগও নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায়, বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে অসংখ্য বাণিজ্যিক কোচিং সেন্টার গড়ে উঠেছে, যেগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্কুল শিক্ষার্থীদের পড়ায়।

এই কোচিং সেন্টারগুলো চালু থাকার কারণে চীনের নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত অভিভাবকরা আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন। অভিভাবকদের ভোগান্তি কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।