বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪১ লাখ ৪১ হাজার

করোনায় মৃত্যু
করোনায় আক্রান্ত নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে

দেড় বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১ লাখ ৪১ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে ঠেকেছে ১৯ কোটি ২৭ লাখ ৮৮ হার ৮১৯ জনে।

বিশ্বে করোনা ভাইরাসের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোবায় ৩ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৮০৮ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ১২ লাকগ ৫৬ হাজার ৮৩৯। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ২১ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৬৯০ জনের।