এক ছাগলের দাম কোটি টাকা!

আল্লাহ
কোটি টাকা দাম হাকানো ছাগল

ভারতে একটি ছাগলের দাম হাকানো হয়েছে এক কোটি টাকা। যা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। তবে দাম বেশি মনে হলেও ছাগলটি ৫১ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।

দেখতে বড় হলেও এমন অস্বাভিক দাম চাওয়ায় অনেকের আগ্রহ জন্মেছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে ছাগলটির দাম কেন এত বেশি চাওয়া হচ্ছে।

জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের ওই ছাগলের শরীরে জন্মের পর থেকেই 'আল্লাহ' লেখার মতো চিহ্ন আছে। এই বিশেষ চিহ্নের কারণেই ছাগলটির দাম আকাশচুম্বী। ভারতীয় রুপিতে এক কোটি ৭৮৬ রুপিতে বিক্রি করতে চেয়েছিলেন এর মালিক। তবে ৫১ লাখ রুপির বেশি দিতে না চাওয়ায় এটি ফেরত নিয়ে গেছেন বিক্রেতা।

টাইগার নামের এই ছাগলটি আকারে বেশ বড়। ছাগলটি নিয়ন্ত্রণ করতে কমপক্ষে দুইজন মানুষের প্রয়োজন হয়।