শিক্ষার্থীর মৃত্যুতে জবি আইইআর ইনস্টিটিউটের শোক
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ সেশনের (১৩ ব্যাচ) শিক্ষার্থী রাহাত আরা রিমির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। সোমবার ( ১২ জুলাই) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান স্বাক্ষরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় বলা হয়, 'অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই.ই.আর)-এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচ) মেধাবী শিক্ষার্থী রাহাত আরা রিমি গতকাল (১১ জুলাই ২০২১ রবিরার অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রিয় শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিবারের সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত। শিক্ষা গবেষণা ইনন্টিটিউটের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান মরহুমা শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।'