মহানবী (সা.)-এর প্রশংসায় রানী মুখার্জী টুইট করেছেন মর্মে দাবিটি ভুয়া

ফেসবুক
ফেসবুক পোস্ট

মহানবী হযরত মোহাম্মদ (সা:)-এর প্রশংসা করে বলিউড অভিনেত্রী রানী মুখার্জী টুইট করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। এসব পোস্টে বাংলাদেশের কিছু ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা হয়েছে। ওয়েবসাইটগুলো দাবি করছে, বলিউড অভিনেত্রী রানী মুখার্জী ‘হযরত মুহাম্মদ (সা:) দুনিয়ার সর্বকালের সেরা মানব’ লিখে টু্ইট করেছেন।

আজ রোববার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে ‘নিউজ বাংলা’ নামক একটি ফেসবুক পেজে গাজী ডটনিউজ নামক ওয়েবসাইটের ‘হযরত মুহাম্মদ (সা:) দুনিয়ার সর্বকালের সেরা মানব : রানী মুখার্জি’ শিরোনাম সংবলিত লিঙ্ক শেয়ার করা হয়। এক লাখ ৭৩ হাজারের বেশি লাইক সংবলিত ফেসবুক পেজটির ওই পোস্টে তিন ঘণ্টায় দেড়শতাধিক লাইক পড়েছে।

গত ২২ ফেব্রুয়ারি শামীম ফারাবী নামের একজন তার ফেসবুক একাউন্টে রানী মুখার্জীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বী হলেও হযরত মুহাম্মদ (সা:) কে দুনিয়ার সর্বকালের সেরা মানব বলে টুইট করলেন।’

একই দাবিতে পুরনো অনেক পোস্টও দেখা গেছে। ২০১৯ সালে ১১ ডিসেম্বর ফেসবুক গ্রুপ ‘ভাইরাল গ্রুপ বাংলাদেশে’ শুক্রজিৎ বিশ্বাস নামক একাউন্ট থেকে অন্য একটি ওয়েবসাইটের একই শিরোনামের লিংক শেয়ার করা হয়। পোস্টটি  সেখানে ২৮ হাজার রিয়্যাক্ট পড়ে এবং তিন শতাধিক শেয়ার হয়।

২০১৬ সালের ৫ জানুয়ারি পাকিস্তানের ডেইলি টাইমস এক টুইটে লেখে, ‘ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জী নবী মুহাম্মদ (সা:)-এর প্রশংসা করলেন।’ এর সঙ্গে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর তারিখের আরকটি  রানী মুখার্জী নামের একটি টুইটার একাউন্টের করা টুইটের স্ক্রিনশট যুক্ত করা আছে। রানী মুখার্জী নামের একাউন্টের ওই টুইটে লেখা, ‘মহান নবী মুহাম্মদকে নিয়ে আমি যতদূর পড়েছি, আমার মনে হয়েছে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।’

‘নবী মুহাম্মদ সর্বকালের সেরা, বললেন রানী মুখার্জী’ ২০১৬ সালের ৩ জানুয়ারির এমন অপর টুইটে ইন্ডিয়া টুমরো’র একটি প্রতিবেদনের লিঙ্ক যুক্ত করা আছে। তবে প্রতিবেদনটির লিঙ্কে গেলে ‘এই প্রতিবেদনটির সূত্র একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট হওয়ার কারণে প্রতিবেদনটি মুছে ফেলা হয়েছে। আমরা ক্ষমাপ্রার্থী।’ এমন বাক্য দেখা যায়।

২০১৬ সালের ৮ জানুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদনে রানী মুখার্জীর কার্যালয়কে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, সামাজিক মাধ্যমে রানী মুখার্জীর কোনো অ্যাকাউন্ট নেই, আগে কখনো ছিল না।’