করোনাভাইরাস

খুলনায় ৭ দিন বাস-ট্রেন চলাচল বন্ধ

লকডাউন
বাস ও ট্রেন

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময় জেলায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে খুলনায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলো। এই সময় খুলনা থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না। এমনকি এখানে কোনো ট্রেনও প্রবেশ করতে পারবে না। এই সময় আন্তঃজেলা গণপরিবহন ও অভ্যন্তরীণ বাস, সিএনজিত, অটোরিকশাসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, লকডাউন চলাকালীন সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। তবে কাচা বাজার, ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৭টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান সব সময় খোলা থাকবে।