খুবির সকল পরীক্ষা স্থগিত

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষিত হয়েছে। এ পরিস্থিতির মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রশাসন।

আজ রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনবৃন্দের সাথে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ সভায় আরও বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

এর আগে, গত ৩০ মে তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সঙ্গে একাডেমিক প্রধানদের সভায় স্থগিত থাকা পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত হয়।

এদিকে, খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত জেলা প্রশাসন। আগামী ২২ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।