দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে
দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দুই বৃদ্ধির পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার (১৯ জুন) সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার (২০ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬০ হাজার ৬৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৫৪৬ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় বাংলাদেশেও দাম কমানো হবে বলে ইঙ্গিত দিয়েছিল বাজুস। যদিও এর আগে গত ১০ও ২৩ মে দুই দফায় ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে যায় স্বর্ণের দাম।