এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

এইচএসসি
প্রফেসর নেহাল আহমেদ ও ঢাকা বোর্ডের লোগো

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেছেন, তিন-চার মাস দেরি করে হলেও আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে চাই। চলতি বছরই এই পরীক্ষা আয়োজন করতে চাই। তবে কোনো কারণে যদি পরীক্ষা নিতে না পারি তখন বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করব।

শনিবার (১৯ জুন) দুপুরে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ আছে পরীক্ষা নিয়েই শিক্ষার্থীদের গ্রেড দেয়ার। সে অনুযায়ীই আমরা কাজ করছি। পরীক্ষা নিতে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করে রাখছি। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজ শেষ হয়েছে। এইচএসসি’র প্রশ্নপত্র ছাপানোর কাজও শুরু হবে।

আরও পড়ুন: ‘আমরা শেষ পর্যন্ত এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করব’

প্রফেসর নেহাল আহমেদ আরও বলেন, আমরা শেষ পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করব। তবে কোনো কারণে যদি পরীক্ষা নিতে না পারি তখন বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। আমাদের জাতীয় কারিগরি টিমের সহায়তায় কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা যায় সেই পরামর্শ নেয়া হবে।’’