আবু ত্ব-হার নিখোঁজ বিষয়ে যা বললেন ক্রিকেটার শুভ

সোহরাওয়ার্দী শুভ
আবু ত্ব-হা ও সোহরাওয়ার্দী শুভ

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজের ঘটনায় মর্মাহত জানিয়ে তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ।

বুধবার (১৬ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভ এ আহ্বান জানান।

ফেসবুকে শুভ লিখেন, ‘বিগত কয়েক দিনের সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার নিখোঁজের ঘটনায় আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং ক্রিকেটার হিসেবে মর্মাহত।’

আরো পড়ুন ‘হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নাহলে আমাকে তার কাছে নিয়ে যান’

প্রশাসনের প্রতি তার দৃঢ় বিশ্বাস রয়েছে জানিয়ে তিনি আরো লিখেন, ‘আমার প্রশাসনের প্রতি দৃঢ় বিশ্বাস তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে তাকে দ্রুত খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন (আমিন)।’

উল্লেখ্য, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আরো তিন সঙ্গীসহ নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। এখন পর্যন্ত তাদের কারোরই সন্ধান পাওয়া যায়নি।

আরো পড়ুন নিখোঁজ ইসলামি বক্তা ত্ব-হার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি : স্বরাষ্ট্রমন্ত্রী