ক্যান্সারের কাছে হেরে গেলেন ঢাবির প্রাক্তন ছাত্রী ফারহানা

ঢাবি ছাত্রী
কাজী ফারহানা করিম ও ঢাবি লোগো

ক্যান্সার আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী কাজী ফারহানা করিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

আজ বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারহানার স্বামী নূর মোহাম্মদ। তিনি বলেন, গতকাল রাতে ফারহানা মারা গেছেন। তার ম,রদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৭ জুন) মরদেহ দেশে আনা হবে।

জানা গেছে, ফারহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০২-২০০৩ সেশনের শিক্ষার্থী। তিনি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে রাজধানীর শেরে বাংলা নগর শাখায় কর্মরত ছিলেন। তার একটি সন্তানও রয়েছে।

গত কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত ফারহানা করিম। দেশে এর আগে একবার অপারেশন করিয়েছেন তিনি। এছাড়া ৬টি কেমোথেরাপি নিয়েছেন। এর পরও তার কোনো উন্নতি না হওয়ায় ভারতে নিয়ে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।