অনলাইনে পাবলিক পরীক্ষার কথা ভাবতে পারছি না: চেয়ারম্যান

অনলাইনে পাবলিক পরীক্ষা
অধ্যাপক নেহাল আহমেদ ও ঢাকা বোর্ডের লোগো

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না গেলে অনলাইনে পাবলিক পরীক্ষা আয়োজন করা যায় কিনা সে বিষয়ে পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। তবে দেশের প্রেক্ষাপটে অনলাইনে পাবলিক পরীক্ষা আয়োজনের কথা ভাবতে পারছেন না সেই কমিটির আহবায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় গুলোকে অনলাইনে পরীক্ষা আয়োজনের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ইউনিভার্সিটি গুলোতে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা অনলাইনে নেয়া হয়। ক্ষেত্র বিশেষে সেটি ৫০ থেকে ১০০/১৫০ জনের বেশি হবে না।

অধ্যাপক নেহাল বলেন, পাবলিক পরীক্ষা অনলাইনে আয়োজনের বিষয়ে ভাবতে পারছি না। অনলাইনে পরীক্ষা আয়োজনে গঠিত পরামর্শক কমিটির প্রায় সবাই নেতিবাচক মত দিয়েছেন। আমরা সকলের মতামত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের দেশে এসএসসি পরীক্ষা হয় ৩ হাজার কেন্দ্রে। পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ শিক্ষার্থী। এত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর অনলাইনে পাবলিক পরীক্ষা আয়োজন করা ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় আমরা সশরীরেই পরীক্ষা নিতে চাই।