গাঁজার কেকসহ আটক তিন শিক্ষার্থীর ২ দিনের রিমান্ড

গ্রেপ্তার তিনজন
গ্রেপ্তার তিনজন

গাঁজার কেকসহ আটক তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।

ওই তিন শিক্ষার্থীরা হলেন, কাফিল ওয়ারা রাফিদ, কাজী রিসালাত হোসেন ও সাইফুল ইসলাম সাইফ।

এর আগে, গতকাল বুধবার (০৯ জুন) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের সদস্যরা।

পড়ুন: ‘ব্রাউনি’ নামে নতুন মাদকের সন্ধান, তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

রিমান্ড মঞ্জুর হওয়া ওই তিনজনের মধ্যে কাফিল আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউন্টার সায়েন্স, রিসালাত ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালসে এসিসিএ ও সাইফ ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে ইউডার চারুকলায় পড়াশোনা করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনই মাদকাসক্ত। এদের দুজন নিজ নিজ বাসায় গাঁজার নির্যাস দিয়ে কেক তৈরি করে বিক্রি করতো। একজন এসব কেক ডেলিভারি করতো।