বশেমুরবিপ্রবির ৭০ শতাংশ শিক্ষার্থীই করোনা টিকার আবেদন করেননি

করোনা ভ্যাকসিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী করোনা টিকা গ্রহণের জন্য আবেদন করেননি।

বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন শাখার সহকারী রেজিস্টার মোঃ মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী টিকার জন্য আবেদন করেছেন। যা মোট শিক্ষার্থীর তুলনায় অনেক কম।

পড়ুনঃ বশেমুরবিপ্রবির ৮ অনুষদে নতুন ডিন, দুটির দায়িত্বে ভিসি

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। সকল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে গত ১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় ৫ এপ্রিল। এ সময়সীমা পর্যন্ত নিবন্ধন করেন ২০২০ জন শিক্ষার্থী। পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি না করলেও ১০৬৮ জন শিক্ষার্থীর নিবন্ধন জমা নেওয়া হয়েছে।
এ নিয়ে মোট নিবন্ধন করেন ৩ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এছাড়া ১৫১ জন শিক্ষক এবং ১৪৪ জন কর্মকর্তা কর্মচারী টিকার জন্য আবেদন করেছেন