বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ

বসবাসের অযোগ্য শহর
যানজটে নাকাল রাজধানীর বাসিন্দারা

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে। সবচেয়ে তলানীতে রয়েছে সিরিয়ার দামেস্ক শহর। আর তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড।

সম্প্রতি বসবাস যোগ্য ১৪০টি দেশের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইইন্টেলিজেন্স ইউনিট। সেই তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের দেয়া তথ্যমতে, বিশ্বে বসবাস যোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭। এর আগের বছর ১৩৮তম অবস্থানে ছিল ঢাকা। সে হিসেবে একধাপ উন্নতি হয়েছে। তালিকায় শীর্ষ দুইয়ে রয়েছে জাপানের ওসাকা শহর। এরপরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।