এফডিআর ভেঙে ননএমপিও শিক্ষকদের বেতন দেয়ার নির্দেশ
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
সরকারিকৃত কলেজের ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এফডিআর ভেঙে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এজন্য গত ৯ মে সরকারি কলজের এফডিআর নগদায়নের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত ৬ জুন এ সংক্রান্ত নির্দেশনা কলেজ অধ্যক্ষদের পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিজ্ঞপ্তিটি আজ মঙ্গলবার (৮ জুন) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি হওয়া কলেজের স্থায়ী কিংবা অস্থায়ী এফডিআর নগদায়ন করে ননএমপিও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হলো।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছে বেতন আদায় করা সম্ভব হচ্ছিল না। ফলে কলেজগুলো ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারছিল না। এই অবস্থায় কলেজের এফডিআর নগদায়নের অনুমতি চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আবেদন করে মাউশি।