সিএনএন, গার্ডিয়ানসহ বিশ্বের প্রথম সারির গণমাধ্যম সাইট হঠাৎ বিকল

বিশ্বের প্রথম সারির গণমাধ্যম
নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট বিকল

ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি বিশ্বের প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে।

সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, সিএনএন, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস। 

ব্রিটিশ সরকারি সাইট - গভ.ইউকে-ও ডাউন হয়েছে বলে জানা গেছে। এমনকি বিবিসির কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে।

ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে: "এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।"

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে।

ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন - গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

সূত্র: বিবিসি বাংলা