বই পেল সেই স্মৃতি

বস্তি
বই পেল সেই স্মৃতি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ের যাওয়ার পর নতুন পাঠ্যবই পেয়েছে ফাতেমা আক্তার স্মৃতি। সে আমতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় মহাখালীর আইপিএইস স্কুল অ্যান্ড কলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে স্মৃতিকে বই উপহার দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এর আগে সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে সাততলা বস্তিতে লাগা আগুনে স্মৃতির বই পুড়ে গিয়েছিল। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরো পড়ুন 'আব্বা, আমার সব বই পুড়ে গেছে। আমি ক্যামনে পড়ুম?'

এ বিষয়ে স্মৃতিকে বই উপহার দেয়ার সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, আগুনে স্মৃতির বই পুড়ে যাওয়ার প্রতিবেদন প্রকাশ হয়েছে। স্মৃতির মতো আরও অনেকের বইও পুড়ে গেছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের বই দেয়া হবে। আমি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তাদের কাছে পর্যাপ্ত বই রয়েছে।

নতুন বই পেয়ে খুশি ফাতেমা আক্তার স্মৃতি। নতুন বই পেয়ে এখন আবার ভালো করে পড়া শুরু করার কথা জানায় সে।