বেরোবির বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্ট রহমতুল্লাহ

বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রহমতুল্লাহ
বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রহমতুল্লাহ © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নতুন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রহমতুল্লাহ এ দায়িত্ব পেয়েছেন।

আজ রবিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ আদেশ আজ (৩০ মে) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

দায়িত্ব পাওয়ার পর উপাচার্যকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে মো. রহমতুল্লাহ বলেন, ‘আমি সময়, শ্রম ও মেধা দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্।’