সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি, তালিকা চেয়েছে সরকার

প্রধান শিক্ষক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে জ্যেষ্ঠতার তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি ডিপিই থেকে এ সংক্রান্ত পত্র জেলা, উপজেলা/ থানা শিক্ষা কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে।

গত ২৫ মে ডিপিই পরিচালক (পলিসি ও অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত ওই পত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতার তালিকা পাঠানোর জন্য তাগাদা দেয়া হচ্ছে। এর আগে একাধিকবার এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে এ বিষয়ে গাইডলাইনও প্রকাশ করেছে অধিদপ্তর। গত ১৫ এপ্রিলের মধ্যে তথ্য পূরণের কথা ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপরও দেখা গেছে জেলা এবং উপজেলা থেকে অনেক শিক্ষকের তথ্য পাঠানো হয়নি। এই অবস্থায় অতিদ্রুত সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতার পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ইমেইলে প্রেরণ করে অধিদপ্তরকে অবহিত করতে বলা হলো।