শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পর্কে জানতে চায় মন্ত্রণালয়

স্কুল-কলেজ
শিক্ষা মন্ত্রণালয়

করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো সম্পর্কে জানতে চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইছমত উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মাউশিতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে,  করোনা ভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানের সবশেষ প্রস্তুতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ বরাবর মেইল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি খোলার ঘোষণা দেয়া হলেও চলমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।