গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

গবেষণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনা মন্ত্রী জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বৈজ্ঞানিক গবেষণা করতে হবে৷ স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে স্বাস্থ্য নিয়ে, কৃষি করবে তাদের নিয়ে। এজন্য নির্দিষ্ট পরিমাণ ফান্ড থাকতে হবে।

তিনি বলেন, করোনার কারণে আমরা অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি। এগুলো দ্রুত শেষ করতে হবে। বিশেষ করে যেগুলো সরাসরি জনগনের কল্যাণের সাথে সম্পৃক্ত সেগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করতে হবে।

আজকের এনইসি সভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য ১ হাজার ১১৫টি প্রকল্প র অনুমোদন দেয়া হয়। এজন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বরাদ্দ দেয়া হয়। জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।