মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিচারিক ক্ষমতা পেতে পারে পুলিশ

মাস্ক
মাস্ক পরে চলাচল করছে সাধারণ মানুষ

বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা অপরিহার্য। তবে দেশের মানুষের মাস্ক পরার বিষয়ে রয়েছে অনীহা। এই অবস্থায় সকলের মাস্ক পরা বাস্তবায়ন করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়ার পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার (১৩) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সকলের মাস্ক পরা নিশ্চিত করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। এছাড়া দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ার ১৬ মের আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হতে পারে।

প্রসঙ্গত, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর করোনার বিস্তার রোধে দীর্ঘ লকডাউনে চলে যায় দেশ। সংক্রমণ কমে যাওয়ার পর সবকিছু স্বাভাবিক ঘোষণা করা হয়। তবে আবারও সংক্রমণ বৃদ্ধি পাওয়া গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। এই মেয়াদের লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।