ছাত্রলীগের তৃতীয় শ্রেণির চাকরি পাওয়া যৌক্তিক: সাবেক ভিসি

ছাত্রলীগ
ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে রাবির সদ্য বিদায়ী উপাচার্য আব্দুস সোবহান

ছাত্রলীগ নেতাকর্মীদের তৃতীয় শ্রেণির চাকরি পাওয়াটা যৌক্তিক বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্যা বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

মঙ্গলবার (১১ মে) বিদায় বেলায় দেয়া নিয়োগ কার্যক্রম নিয়ে গঠিত তদন্ত কমিটির তলবে ক্যাম্পাসে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাবির সাবেক এই উপাচার্য বলেন, রাবিতে দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। আমি সেটা চালু করেছি। মানবিক কারণেই এই নিয়োগ দেয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের জীবন ব্যাহত হচ্ছে। বিষয়টি ভেবেই তাদের নিয়োগ দিয়েছি। ছাত্রলীগের একজন নেতা স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তৃতীয় শ্রেণির একটা জব করবে এটা আমার কাছে খুবই যৌক্তিক।

প্রসঙ্গত, গত ৬ মে বিদায়ের শেষ দিনে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৭ জনকে অবৈধভাবে নিয়োগ দেন অধ্যাপক আব্দুস সোবহান। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ রয়েছে এর মাধ্যমে বিশাল একটি নিয়োগ বাণিজ্য করেছেন রাবির আলোচিত-সমালোচিত এই উপাচার্য।