হেফাজত নেতা মামুনুলের আরও ১৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রিমান্ড
হেফাজত নেতা মামুনুল হক

বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করে পুলিশ।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত রবিবার (২ মে)  নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা সহিংসতা ও ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোনারগাঁ থানায় দায়ের করা জান্নাত আরা ঝর্ণার মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। এছাড়াও রয়্যাল রিসোর্টে ভাংচুরের মামলায় ৭ দিনের ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।