ভারতে কমছে মৃত্যু ও শনাক্ত সংখ্যা

করোনা
কমছে মৃত্যু ও শনাক্ত সংখ্যা

ভারতে চলছে করোনা মহামারীর ভয়ংকর তাণ্ডবে। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে সেটার সংখ্যাও অতি নগন্ন।

সোমবার (৩মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার এ মহামারিতে প্রাণ গেছে ৩ হাজার ৪১৭ জনের। যা আগের দিনে ছিল ৩ হাজার ৬৭৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৩ লাখ ৬৮ হাজার ১১৭ জন। যা আগের দিনে ছিল ৩ লাখ ৯২ হাজার ৬০৩ জন।

এর আগে রোববার দেশটিতে নতুন আক্রান্ত হন ৩ লাখ ৯২ হাজার ৬০৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে। মৃত্যু হয় ৩৬৮৯ জনের। মোট মৃত্যু ২ লাখ ১৮ হাজার ৯৫৯।

আরও দেখুন: ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩ হাজার ৬০০ জনের বেশি

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।