৪ মে পর্যন্ত দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ

মাদ্রাসা
দাখিল পরীক্ষার্থী

আগামী ৪ মে পর্যন্ত ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।

গত ২৭ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিতেএক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে ২০২১ সালের দাখিল পরীক্ষার বিলম্ব ফি সহ ফরম পূরণের সময় ও টিটি (TT) স্লিপের টাকা ব্যাংকে জমা দেয়ার সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ৪ মে পর্যন্ত লেট ফি দিয়ে অনলাইনে ফরম পূরণ করে টিটি স্লিপ বের করা যাবে। ৬ মে পর্যন্ত টিটি স্লিপের টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ৯ মে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফর পূরণের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে চূড়ান্ত তালিকা ও টিটি স্লিপের ফটোকপি কেন্দ্র সচিবের কাছে জমা দিতে হবে। বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট মাদ্রাসার কমিটি বাতিলসহ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন