তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ১৬তমদের যুক্ত হওয়ার সুযোগ নেই: চেয়ারম্যান

গণবিজ্ঞপ্তি
মো. আশরাফ উদ্দিন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তিতে ১৬তম নিবন্ধনদ পরীক্ষায় অংশগ্রহণকারীদের যুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

শনিবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর ১৬তদের এখনো মৌখিক পরীক্ষাই শেষ হয়নি। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট প্রস্তুত করতে সময় প্রয়োজন হয়। তাদের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যুক্ত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যুক্ত করা হবে। তাদের সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।