পরিবেশ অধিদফতরের নতুন ডিজি এনটিআরসিএ চেয়ারম্যান আশরাফ

অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন

পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া একইদিনে শ্রম অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরেও নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়েছে। শ্রম অধিদফতরের মহাপরিচালক হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব গৌতম কুমার। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীনকে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকীকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

গত ১০ এপ্রিল পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর বৃহস্পতিবার নতুন ডিজি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এদিকে, গত বছরের ১৪ ডিসেম্বর এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) তৎকালীন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন। ওইদিন এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছিল।