শপিং-কেনাকাটায় যেতেও লাগবে মুভমেন্ট পাস

মুভমেন্ট পাস
প্রতীকী ছবি

আগামী রবিবার (এপ্রিল) থেকে ৭ ঘণ্টার জন্য খোলা থাকবে শপিং সেন্টার ও মার্কেট। শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে আগের মতোই দোকান কিংবা মার্কেটে কেনাকাটা করতে যেতে মুভমেন্ট পাস দরকার হবে বলে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, লকডাউনের শুরুতে প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বের হওয়াদের ক্ষেত্রে যেমন মুভমেন্ট পাস দরকার হতো, এখনও তেমনটাই বহাল থাকবে। মার্কেটে কেনাকাটা করতে যেতে হলেও মুভমেন্ট পাস লাগবে।

সূত্র আরও জানায়, ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাসের বিষয়টি পুলিশ সদর দপ্তর পর্যবেক্ষণ করছে। পরবর্তীতে কোনো তথ্য থাকলে সেটি সবাইকে জানিয়ে দেবে পুলিশ।