মুঠোফোনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেবে ঢাবি

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সুস্থতার বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা নিতে আগ্রহী শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে এ সেবা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চিকিৎসা সেবা নিতে আগ্রহী শিক্ষার্থীদের শুক্রবার ও শনিবার ব্যতীত বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে প্রশিক্ষণরত চিকিৎসা মনোবিজ্ঞানীদের মাধ্যমে অনলাইনে (WhatsApp) বা মোবাইল ফোনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে।

এতে বলা হয়, প্রশিক্ষণরত চিকিৎসা মনোবিজ্ঞানীরা অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিষ্টদের তত্ত্বাবধানে সাইকোথেরাপি প্রদান করবেন। মোবাইল ফোনে সাইকোথেরাপি নিতে ক্লায়েন্টকেই ফোন করে সেশন নিতে হবে। আগ্রহীদের ০১৭৩১-৭০৯০৯৯ এ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।