টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ র‌্যাংকিং হিসেবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিং‌ ২০২১-এ স্থান পেয়েছে বাংলাদেশের ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে প্রথম অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধবার (২১ এপ্রিল) প্রতিষ্ঠানটি তাদের র‌্যাংকিংয়ের তৃতীয় সংস্করণ প্রকাশ করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, তৃতীয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪র্থ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ৫ম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ৬ষ্ঠ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

জানা গেছে, এ বছর এতে বিশ্বের ৯৪টি দেশ ও অঞ্চলের ১১১৫টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ভিত্তিতে এ র‌্যাংকিং করা হয়। এজন্য চারটি সূচককে ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে- গবেষণা, স্টিয়ার্ডশিপ, আউটরিচ এবং শিক্ষণ। ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২১-এ প্রথমবারের মতো শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়।