জুনের দ্বিতীয় সপ্তাহে ডেন্টালের পরীক্ষা, আজ-কালের মধ্যে প্রজ্ঞাপন

ডেন্টাল ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষার্থী

আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ২০২০-২১ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের মত দিয়েছে ভর্তি মেডিকেল পরীক্ষা আয়োজক কমিটি। গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চলমান করোনা ভাইরাসের কারণে আগামী ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার (২১ এপ্রিল) অথবা আগামীকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য বুধবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডেন্টালের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে গতকাল আমাদের বৈঠক হয়েছে। মিটিংয়ে সবাই আগামী ১১ জুন পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দিয়েছেন। এটিই এখন প্রজ্ঞাপন আকারে জারি করবে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, আমরা আগামী ২৮ মে অথবা ৪ জুন পরীক্ষা নিতে চেয়েছিলাম। তবে ওই দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় তারিখ পেছানো হলো। আগামী ১১ জুন কোনো ভর্তি পরীক্ষা নেই। সেজন্য ওইদিন পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি পেছানো হয়েছে।