করোনার ঢেউয়ের মাঝেই ভারতে গোবর ছোড়াছুড়ি উৎসব

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ভিড় জমিয়ে গোবর ছোড়াছুড়িতে মত্ত হলেন হিন্দু পূণ্যার্থীরা। তেলেগু নববর্ষের উগাদি উৎসব উপলক্ষে রাজ্যের কুরনুল জেলার কাইরুপ্পালা গ্রামে এ ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার থেকে উগাদি উৎসব শুরু হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় ঐতিহ্য অনুযায়ী দলে দলে ভাগ হয়ে গরুর শুকনো গোবর ছোড়াছুড়ি খেলছেন লোকজন। লোকে লোকারণ্য ঘটনাস্থলে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। কেউই মুখে পরেননি মাস্ক।

জেলার অপর গ্রাম কাল্লুরের চৌদেশ্বরী মন্দির প্রাঙ্গণে বসেছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ষাড়ের লড়াই। সেখানেও ব্যাপক জনসমাগম ঘটছে। কিন্তু মহামারি করোনার ব্যাপক সংক্রমণ চললেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মন্দিরের কয়েক মিটার দূরের মেলায় বহু মানুষকে মাস্কবিহীন দেখা গেছে।

অথচ অন্ধ্র প্রদেশের জেলাটি করোনা সংক্রমণে রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। গত বুধবার কুরনুল জেলায় ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন চিত্তর জেলায় ৮৩৫ জনের করোনা ধরা পড়ে। রাজ্যে দৈনিক গড়ে পাঁচ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।