লকডাউনে শাবিপ্রবির দাপ্তরিক কার্যক্রম স্থগিত

বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ভয়ানকভাবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও সপ্তাহব্যাপী অফিস কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউই নিজ কর্মস্থান ছেড়ে অন্যত্র যেতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্ধ থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। জরুরি পণ্যবাহী ব্যতীত সব গণপরিবহণও বন্ধ রাখতে বলা হয়েছে।