সরকার ২ শ বছর ক্ষমতায় থাকলেও আমাদের সমস্যা নেই: বাবুনগরী

আল্লামা জুনায়েদ বাবুনগরী
আল্লামা জুনায়েদ বাবুনগরী

সরকার ১০০ বছর নয়, প্রয়োজনে ২০০ বছর থাকুক- তাতে হেফাজতের কোন সমস্যা নেই জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাবুনগরী বলেন, হেফাজতের আন্দোলন, সরকার পতনের আন্দোলন নয়। হেফাজতের আন্দোলন ইমান ও আকিদা রক্ষার আন্দোলন। সরকার ১০০ বছর নয়, প্রয়োজনে ২০০ বছর থাকুক- তাতে আমাদের কোনও সমস্যা নেই। তবে ইসলামকে মাইনাস করে এই দেশ চলতে পারবে না।

তিনি বলেন, সরকার করোনার নামে লকডাউন দিয়ে মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করছে। লকডাউন দিয়ে মাদ্রাসা বন্ধ করা যাবে না। নামাজ, জুমা ইতেকাফ চলবে। মাদ্রাসা, হেফজখানা ও নুরানী মাদ্রাসায় হাদিস কোরআন পাঠ করা হয়। যেখানে কোরআন-হাদিস পাঠ করা হয় সেখানে করোনা আসবে না।’

হেফাজতের নামে মিথ্যা মামলা হচ্ছে দাবি করে তিনি বলেন, আমার নামেও ১৭টি মামলা আছে। তিনটাতে আমি জামিনে আছি। যাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।