দিল্লিতে করোনা সংক্রমণ বৃদ্ধি, অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। আজ শুক্রবার (৯ এপ্রিল) সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্য অনেক রাজ্যের মতোই দিল্লির স্কুলে নবম ও দশম শ্রেণি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল। বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে এই ৪টি শ্রেণির ক্লাস শুরু করেছিল দিল্লি বোর্ড। কিন্তু সেগুলোও বন্ধ করে দেওয়া হল।

সিবিএসই করোনা পরিস্থিতির মধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছিল। সংক্রমণ বৃদ্ধির মধ্যেও কেন মে ও জুন মাসে পরীক্ষার কথা ঘোষণা করল বোর্ড, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মার্চ মাস থেকেই ভারতের সমস্ত রাজ্যের স্কুলগুলো বন্ধ রয়েছে। করোনার প্রকোপ না কমায় স্কুল এখনও কোথাও তেমন করে খুলেনি।