গুলিস্তানে দোকান খোলার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের ধাওয়া

বিক্ষোভ
বিক্ষোভে এমন নানা প্ল্যাকার্ড হাতে দাড়ান ব্যবসায়ীরা

মার্কেট খুলে দেয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন গুলিস্তানের ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা মধাওয়ার ঘটনা ঘটে। বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মার্কেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা রেডিমেট মার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমতি।। ফুলবাড়িয়া সসুপার মার্কেট-২ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেনঅ পরে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, গত বছর লকডাউনের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ঈদের আগে দোকান বন্ধ রাখা সম্ভব নয়। আগামী দুই/একদিনের মধ্যে আমাদের দোকান খোলার অনুমতি দিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে নিজেরাই দোকান খুলব।