মেধা তালিকায় দ্বিতীয়সহ মেডিকেলে একই উপজেলার ১৪ জনের চান্স

সাফল্য
প্রতীকী ছবি

২০২০-২১ শিক্ষাবের্ষে একই উপজেলা থেকে ১৪ শিক্ষার্থী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। শুধু তাই নয়; জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থানও অর্জন করেছেন এই উপজেলার শিক্ষার্থী। টাঙ্গাইলের শখিপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীরা এই কৃতিত্ব অর্জন করেছেন।

শখিপুর উপজেলা থেকে মেডিকেলে চান্সপ্রাপ্তরা হলেন, তানভীন আহমেদ- ঢাকা মেডিকেল কলেজ (মেধায়- ২য়), নোমান- সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মেধায়- ২৩৫তম), শাশ্বত- সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মেধায়- ৩৩৮তম), রাকিবুর রহমান- শের-ই-বাংলা মেডিকেল কলেজ, অর্পি- ময়মনসিংহ মেডিকেল কলেজ, রামিজা আক্তার- মুগদা মেডিকেল কলেজ, সায়মা- কুমিল্লা মেডিকেল কলেজ ফারজানা মীম- কুমিল্লা মেডিকেল কলেজ, কানিজ ফাতেমা কণা- ফরিদপুর মেডিকেল কলেজ, ইশরাক ইনান সাদিদ- পাবনা মেডিকেল কলেজ, ইশতিয়াক - পাবনা মেডিকেল কলেজ, মারুফ - দিনাজপুর মেডিকেল কলেজ, সাইম আল রেজা - মুগদা মেডিকেল কলেজ, সাবিহা মাহবুবা তুলি - রাজশাহী মেডিকেল কলেজ

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন।

সরকারি মেডিকেলে নির্বাচিতদের মধ্যে ২ হাজার ৩৪১ জন ছাত্রী। আর ছাত্র ২ হাজার ৯ জন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মিশরী মুনমুন। ৮৭.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি।