লকডাউন না মানায় শারীরিক শাস্তি, পরদিন যুবকের মৃত্যু

যুবকের মৃত্যু

করোনা সংক্রমণ রোধে ফিলিপাইনের ক্যাভিটে প্রদেশে চলছে কঠোর লকডাউন। এর মধ্যে ২৮ বছর বয়সী এক যুবক লকডাউনের কোয়ারেন্টাইন শর্ত ভেঙে বাড়ির বাইরে বের হন। তিনি স্থানীয় এক দোকান থেকে পানি কিনছিলেন। এই অপরাধে পুলিশ তাকে দৈহিক শাস্তি দেয়। শাস্তি হিসেবে তাকে ৩০০ বার স্কোয়াটের ( নিতম্ব-অঞ্চল নীচে নামিয়ে আবার উঠে দাড়ানো) মতো শরীর চর্চা করতে বাধ্য করে পুলিশ। আর এই শাস্তির কারণেই পরদিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরিবারের বরাতে এমন খবর প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানানো হয়। তবে, ট্রিয়াস শহরের পুলিশপ্রধান মারলো সোলেরো বলেন, কারফিউর আইন ভঙ্গকারী কাউকে কোনো শারীরিক শাস্তি দেওয়া হয় না। পুলিশ কর্মকর্তারা দোষীদের মৌখিকভাবে শুধু সতর্ক করে দেন। 

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কাউকে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে- এমন অভিযোগ কোনো কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দ্যা গার্ডিয়ান।