অফিস খুলে না রাখলে মানুষ এলাকায় ছুটবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মানুষের ভালোর জন্যই সরকার ঘরে রাখতে চাইছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘অপ্রয়োজনে বাইরে আসার দরকার নেই। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর অফিস করতে কষ্ট হচ্ছে। অফিসে আসতে ও বাসায় যেতে ৪০০ থেকে ৫০০ টাকা লাগছে।’ এসব চিন্তা করেই গাড়ি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সবার ভেবে দেখা উচিত, ভুল করছি কিনা। মানুষের মঙ্গলের জন্য আমরা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি, সেটা উপলব্ধি করতে হবে।’

তিনি বলেন, ‘অফিস খুলে রাখতে হচ্ছে, না হলে লোকজন এলাকার দিকে ছুটবে, পরিস্থিতি আরও খারাপ হবে। কথা আসছে অফিস খুলে রাখা অনেক প্রতিষ্ঠান গাড়ির ব্যবস্থা করছে না। লোকজন কষ্ট পাচ্ছে, সে জন্য কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা চাই সবাই সহযোগিতা করুক আমাদের। করোনা বেড়ে যাচ্ছে, ঢাকায় জেনারেল বেডও পাওয়া যাচ্ছে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এভাবে চললে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। পরিস্থিতি খারাপের দিকে গেলে সবাই এমনিতেই ঘরে থাকবে। ভয়াবহ পরিস্থিতির দিকে গেলে আর ট্রিটমেন্ট করা যাবে না, সে সুযোগ থাকবে না। সবাই মাস্কটা পরলেই হতো, কিন্তু অনেকে মাস্ক পরে না। আমাদের ২০ শতাংশ মানুষ মাস্ক পরছে না। অনেকে থুতনিতে মাস্ক পরে।’

করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত সোমবার থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত থাকবে এ লকডাউন। এর ফলে গণপরিবহন না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা, বিক্ষোভও করেছেন। দোকান ও মার্কেট খুলে দিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ী-কর্মচারীরা। এর মধ্যে বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।