ঢাবি শিক্ষকের অশালীন মন্তব্য ভাইরাল, পরে ভুল স্বীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ‌যোগী অধ্যাপক উপল তালুকদার ও ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অশালীন মন্তব্য ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই শিক্ষকের নাম ড. মো আবদুস সোবহান তালুকদার (উপল তালুকদার)। তিনি বাংলা বিভা‌গের সহ‌যোগী অধ্যাপক।

গতকাল মঙ্গলবার নোমান নজরবী নামে এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টে লেখেন ‘বোরখা পরা কাউরে দেখলেই এখন মনে হইতাছে মামুনুল হকের মানবিক বউ- কি মুছিবত!’ এই পোস্টের মন্তব্যে উপল তালুকদার তার ফেসবুক আইডি থেকে এক মন্তব্যে দুই শব্দে অশ্লীল কথা লেখেন।

এ নিয়ে মৌরি নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘যে দেশের শিক্ষকের এই দুরবস্থা সে দেশের ভবিষ্যত কতটা অন্ধকার তা ভেবে দেখাটা খুব জরুরি।’

এ বিষয়ে উপল তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি আসলে মজা করেই আমার বন্ধুর পোস্টে মন্তব্যটি করেছি। আমি যদি কোনো সেমিনারে কথা বলি সেটি একটা ব্যাপার। আর ফেসবুক আইডিতে আমরা কত রকম কথাই তো বলি। এটাকে আমার কোনো ব্রডকাস্টিং বক্তব্য বলে মনে করি না। তারপরও যদি মনে হয় তাহলে আমি এর জন্য ভুল স্বীকার করছি।’