মামুনুল হকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

মামলা
মামুনুল হক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্বাধীনতার সুবর্ষজয়ন্তীতে বায়তুল মোকাররমে ভাঙচুরের ঘটনায় এই মামলা করা হয়। গতকাল সোমবার রাজধানীর পল্টন থানায় যুবলীগ নেতা খন্দকার আরিফুজ্জামান এই মামলাটি করেন।

মামলার এজহারে বলা হয়েছে, মাওলানা মামুনুল হকের প্রত্যক্ষ নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে বায়তুল মোকাররমে বাদীসহ অন্য মুসল্লিদের উপর হামলা করা হয়। এ সময় হামলাকারীরা, রিভলবার, দেশীয় অস্ত্র, আগ্নয়াস্ত্র. দা, ছোড়া, তলোয়ারসহ বিভিন্ন ধরণের অস্ত্র নিয়ে হামলা চালায়।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ষজয়ন্তী ও বঙ্গবন্ধুর চন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তরগেটে গত ২৬ মার্চ বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এ সময় স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ প্রায় অর্ধশত মানুষ আহত হয়।