দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

মৃত্যু
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করার মুহূর্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩৮৪ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২১৩ জন।

মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ঘণ্টায় নতুন আক্রান্ত সহ মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। দেশে একদিনে আক্রান্ত ও মৃত্যুর এটি নতুন রেকর্ড।

গতকাল দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছিল। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৭৫ জন।

সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। এ সময়ে ৩১ হাজার ৯৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৩৯টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।