সীমিত পরিসরে দাপ্তরিক কাজ চালাবে শাবি

লকডাউনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুধুমাত্র জরুরি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রোববার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা ও জরুরি সেবা ব্যতীত সকল অফিসে কেবল সীমিত পরিসরে জরুরি কাজ সম্পাদনের জন্য জনবল নির্ধারণ করে দিতে দফতর বা বিভাগ প্রধানকে তে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে সোমবার ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ করে রবিবার সকালে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে বলা হয়েছে, সোমবার (৫ এপ্রিল) ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। জরুরি সেবার মধ্যে- পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী আওতাভুক্ত থাকবে।